Home কবিতা অনামিকা-২১ || মুসোবিহা

অনামিকা-২১ || মুসোবিহা

81
0

ধরো এমনিতেই ভালোবাসি।
ধরো এমনিতেই নিয়মিত আবোলতাবোল ভাবি।
আবার এমনিতেই তিন চারবার মরে গিয়ে বদ্ধ মরিচিকায় ফিরে আসি।

ধরো এমনিতেই আমার ঘুম হয় না।
ধরো এমনিতেই আমি উদাসীন বেপরোয়ার মত বাঁচি।
কোন কারণ ছাড়াই রঙীন দেয়ালিকা জুড়ে টলমল অশ্রু, এতে কারোর দুঃখের ধুম হয় না।

ধরো আমার চোখের নিচটা কালো হয়ে গেছে একদমই শুধু শুধু।
ধরো ক্ষুধা নেই তাই খেতে ইচ্ছে করে না।
ধরো এমনিতেই মন খারাপ করে বসে থাকি।
আরে না বাবা শর্দি লেগেছে, তোমার জন্য আমার অশ্রু ঝড়ে না।

ধরো তোমার হাসিটা ইচ্ছে করেই ভুলে গেছি,
প্রচুর ব্যাস্ত থাকি তো, তাই অনেকদিন কল দেওয়ার কথা মনে নাই।
আর চাবি, চশমা, মোবাইল যে কখন কোথায় রাখি তা তো কাজের চাপেও ভুলি নাই।

আচ্ছা বাদ দেও, এসব আবার ধরার কি আছে,
এমনিতেও তো তোমায় ভালোবাসার পেছনে কোন কারণ নেই!
এজন্য এমনিতেই আজকাল বিরক্তিকর কবিতা লেখি,
আর এমনিতেই আগের অভ্যাসগুলোকে গলা টিপে শেষ করে দেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here