Home কবিতা আমি চাই আমাদের প্রেমটা একটা সমাজবদ্ধ সামাজিক জীব হোক

আমি চাই আমাদের প্রেমটা একটা সমাজবদ্ধ সামাজিক জীব হোক

90
0

লেখাঃ ইমাম মুত্তাকীন

আমি চাই আমাদের প্রেমটা একটা “।সমাজবদ্ধ সামাজিক জীব হোক,
আমি চাই আমাদের প্রেমের ইট পাথরের ঘর টা স্বর্গীয় রঙে রাঙা হোক,
আমি চাই ঘরের দেওয়াল গুলোর প্রাণ থাকুক,
কান থাকুক,
মুখে বলার ভাষা থাকুক।
আমি চাই তারা আমাদের সুখ-দুঃখ শুনুক,
মুখ দিয়ে বলুক।

আমি চাই আমাদের প্রেমটা একটা সমাজবদ্ধ সামাজিক জীব হোক,
আমি চাই আমাদের প্রেমের একটা উঠোন থাকুক,
শিশুর কোমল চিবুকের মত ঘাস থাকুক,
লুকিয়ে থাকা কিছু চোরা কাটা থাকুক,
আমি চাই আমাদের প্রেম সেখানে বিচরণ করুক নির্বিঘ্নে,
মাঝে মাঝে ব্যাথা পাক জড়িয়ে ধরার লগ্নে।

আমি চাই আমাদের প্রেমটা একটা সমাজবদ্ধ সামাজিক জীব হোক,
আমাদের প্রেমের একটা আকাশ থাকুক,
আমি চাই আমাদের প্রেমের কিছু অবকাশ থাকুক,
আমি চাই আমাদের আকাশে কিছু তারা থাকুক,
মৃদু মেঘ থাকুক,
আমি চাই আমাদের প্রেম অবকাশে আকাশের তারা দেখুক,
মাঝে মাঝে দুঃখ ঝরিয়ে দেওয়া বৃষ্টিতে ভিজুক।

আমি চাই আমাদের প্রেমটা একটা সমাজবদ্ধ সামাজিক জীব হোক
আমি চাই আমাদের প্রেমের একটা ছাদ থাকুক,
ছাদে একটা ফুটো থাকুক,
আমি চাই আমাদের প্রেমের একটা বিছানা থাকুক,
আমি চাই জোছনায় আমাদের প্রেম পিঠে-পিঠ লাগিয়ে চাদের আলোয় পুড়ুক,
আমি চাই আমাদের প্রেম অমাবস্যার দিন গুলিতে হাতে-হাত রেখে ঘুমাক।

আমি চাই আমাদের প্রেমটা একটা সমাজবদ্ধ সামাজিক জীব হোক
আমি চাই আমাদের প্রেমের একটা রান্নাঘর থাকুক,
সুঃখ-দুঃখ, হাসি-কান্নার মশলা থাকুক,
হাত পাখার বাতাস থাকুক
শুচি হবার আগুন থাকুক
ঘাম মুছিয়ে দেওয়া বাহানা থাকুক।

আমি চাই আমাদের ক’টা আচারের বয়াম থাকুক,
ব্যালকনি ভরা রোদ থাকুক,
আমি চাই সারাদিন রোদে পোড়া
বয়ামের আচার গুলো।
রাতের খাবারে ভালোবাসার টক মিষ্টি ঝালের যোগান দিক।

আমি চাই আমাদের প্রেমটা একটা সমাজবদ্ধ সামাজিক জীব হোক
আমি চাই আমাদের প্রেমের একটা জানালা থাকুক,
দক্ষিনী ব্যালকনি থাকুক,
সেখানে মেলা থাকুক সুখ।
আমি চাই আমাদের প্রেমের চুল ওড়ানো বাতাস থাকুক,
আয়েশি চায়ের ছোট্ট আসর থাকুক

আমি চাই আমাদের প্রেম টা
একটা সমাজবদ্ধ সামাজিক জীব হোক!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here