কথা তো ছিলই – তানজিল হাসান

কথা তো ছিলই, পৃথিবীর বাতাসে
তুবড়ি তোলা প্রেম হবে তোমার-আমার।
কথা তো ছিলই, দিগন্তের মেলে রাখা
বিস্ময়ে তোমাকে দেখব আদিম তীব্রতায়।
কথা তো ছিলই, প্রচলন,সংস্কার,
সংস্কৃতি, সভ্যতা, সমাজ ইত্যাদির
মূর্তি ভেঙ্গে মুখ ফুটে বলে দেবে
তুমি আমায় ভালোবাস।
কথা তো ছিলই, আমাদের ভালোবাসা হয়ে যেত
নাৎসিদের মতো কোনো বিশ্বযুদ্ধের কারণ।
কথা তো ছিলই, তুমি ভালোবাস এই
উল্লাসে গিলে নেব মারিয়ানা ট্রেঞ্চ।
কথা তো ছিলই, আমাদের পরিচয় হওয়াটা
হবে এই গ্রহের সকল প্রেমের মূর্তিমান রঙিন অবয়ব।
কথা তো ছিলই, আমি আসব ভেবে তোমার
কপালের টিপে পৃথিবীর সকল কাব্য লুটাবে।
তোমার শুভ্র আঁচলে সমাধি হবে
অধ্যাবদি সকল তীব্র আদিম ঘৃণার।
কথা তো থাকেই,
ইতিহাসে, দর্শনে, নন্দনে কিংবা সাহিত্যে।
যেমনটা থাকে নেতা, আমলা, অথবা
রাজা-রাজড়াদের শান্তির আশ্বাসে সত্যতা।
যেমনটা আজকাল পৃথিবীর বাতাসে ভালোবাসা।
যেমনটা তোমার থেকে যাওয়ার বিশ্বাসে
থাকে অবিধারিত বিচ্ছেদ।