টি-টোয়েন্টি ম্যাচ চলাকালে বোমা বিস্ফোরণ কাবুলে

আফগাস্তিানের কাবুলে টি-টোয়েন্টি ম্যাচ চলাকালে শুক্রবার (২৯ জুলাই) বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একাধিক দর্শক আহত হয়েছেন। খবর ভারতীয় সংবাদ মাধ্যম এবিপির।
জানা যায়, কাবুল আন্তর্জাতিক স্টেডিয়ামে আমির ড্রাগনস ও পামির জালমির মধ্যকার ম্যাচ চলছিল। ম্যাচটি ছিল পাগিজা টি-টোয়েন্টি লিগের। সেখানেই শুক্রবার বোমা বিস্ফোরণ হয়। তবে এতে খেলোয়াড়দের কেউই হতাহত হননি। তাদের সবাইকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে।
আফগাস্তিান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নাসিব খান বলেছেন, ‘ঘরোয়া ক্রিকেট লিগের একটা ম্যাচ চলছিল। তখন প্রায় ম্যাচের অর্ধেক। এ সময়ই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে চারজন আহত হয়েছেন।’
প্রতিবেদন বরাতে জানা গেছে, কয়েকদিন আগেও কাবুলে বিস্ফোরণ হয়েছিল। যদিও তাতে কারো কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।