পুতিনের সমস্ত প্ল্যান ব্যর্থ!

শুক্রবার যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস দাবি করেছেন, ইউক্রেনে রুশ সেনারা স্থল যুদ্ধে বিভিন্ন দিক দিয়ে ব্যর্থ হচ্ছে। ব্রিটিশ গণমাধ্যম স্কাই নিউজকে এ ব্যাপারে বেন ওয়ালেস বলেছেন, পুতিনের প্ল্যান এ, বি এবং সি ব্যর্থ হয়েছে। এখন সম্ভবত প্ল্যান ডি খুঁজছেন।
বেন ওয়ালেস আরও বলেছেন, তিনি মনে করেন রাশিয়ার বিরুদ্ধে লড়াই করা একটি ‘মহৎ কাজ’। ইউক্রেনে রাশিয়ার হামলাকে ‘ইউক্রেনে ফ্যাসিস্ট দেশের’ হামলা বলে অভিহিত করেন তিনি।
ইউক্রেনে যুক্তরাজ্যের সামরিক সহায়তা ট্যাংক বিধ্বংসী অস্ত্র, সাঁজোয়া যান এবং গোলাবারুদ পাঠানোর পুরো বিষয়টি দেখভাল করেছেন প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস।
তিনি দাবি করেছেন সকলে মনে করে ইউক্রেনে রাশিয়ার হামলাটি ‘ভুল’ এবং ‘পাশবিক’।
এদিকে রাশিয়া ইউক্রেনে হামলা করার পর পেরিয়ে গেছে প্রায় পাঁচ মাস। এর মধ্যে রাশিয়া ইউক্রেনের প্রায় ২০ ভাগ অঞ্চল দখল করেছে।
রুশ সেনারা দোনবাস প্রদেশের লুহানেস্ক দখল করেছে। এখন তারা দোনেৎস্ক দখল করার চেষ্টা চালাচ্ছে।
সূত্র: সিএনএন